আমাদের ----------স্কুলের ওয়েবসাইট প্রস্তুত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত এর মাধ্যমে আমরা সরকারের ডিজিটালকরণ প্রক্রিয়ায় একধাপ এগিয়ে গেলাম। ওয়েবসাইটের মাধ্যমে আশা করি অভিভাবক , শিক্ষক – শিক্ষিকা ম্যানেজিং কমেটি ও ছাত্র- ছাত্রীদের মধ্যে সার্বিক কার্যক্রমের গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি আশা করি।আমি আরও আশা করি,ওয়েবসাইট ডেভেলপমেন্টকার্যক্রম টি তথ্য বহুল এবং আপডেট থাকবে। ছাত্র-ছাত্রীর উপস্থিতি, পরীক্ষার রেজাল্ট, বেতন, সিলেবাস, স্কুলের আয়ব্যয় হিসাব, লাইব্রেরির সকল তথ্য, অনলাইনে বেতন পরিশোধ করার সুবিধা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা কর্মচারীদের যাবতীয় তথ্যএই ওয়েবসাইটে থাকবে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে নৈতিক ও সঠিক জ্ঞান অর্জন,জীবনের সর্বক্ষেত্রে প্রথম, দেশ ও জনগনের সেবক হিসাবেগড়ে উঠেএবং তাদের জীবন সঠিক ভাবে গড়তে পারেও স্মার্টবাংলাদেশ বিনির্মানেরলক্ষ্যেআধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে সবার জন্য আমার এই শুভ কামনা রইল ।